ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ৩ জন


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ৩ জন

নিউজ ডেস্ক:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন দলের নেতা রহমত উল্লাহ ও আবুল হাসনাত এবং সাবেক আমলা সাহাবুদ্দিন চুপ্পু।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের শূন্য পদে এই তিন জনকে মনোনীত করেছেন।

নতুন উপদেষ্টা রহমত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ও হাসনাত ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর চুপ্পু দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সদস্য।

এই তিন জনকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা বেড়ে ৪৭ হলো। গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়। আরও চারটি সদস্য পদ খালি আছে।


   আরও সংবাদ