ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের আড়াইহাজার ও গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ তিনজন মহিলা ও তিনজন পুরুষ মোট ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়নগঞ্জের আড়াইহাজার ও গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মহিলাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন - রোকেয়া(৫০), সালমা বেগম (৩৫), মোসলেহা বেগম (৪০), জুয়েল মিয়া (২৬), আকাশ কুমার হাওলাদার (২০), ও তহিদুল ইসলাম(১৯)। 

এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮ হাজার ৭০০ টাকা এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা মাদক চোরাচালান চক্রের সক্রীয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়িযোগে বহন করে নারায়নগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। 

এদের অনেকেই পূর্বে মাদক মামলায় আটক হয়েছিলেন এবং সাজা ভোগ করেছিলে।


   আরও সংবাদ