ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে অনাবিলের ধাক্কায় নিহত মামা ভাগ্নে


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে অনাবিলের ধাক্কায় নিহত মামা ভাগ্নে

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার(৪০) ও সালাউদ্দীন (২০) নামের দুইজন নিহত হয়েছেন।  সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত দশটায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে পথচারী আব্দুল্লাহ রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী আব্দুল্লাহ জানান, দুজনই রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় পরে তাদেরকে মেডিকেলে নিয়ে আসলি চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহটি বর্তমান ঢামেক মর্গে রয়েছে।

মৃতার গ্রামের বাড়ি কুমিল্লা। বর্তমানে সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।


   আরও সংবাদ