ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন প্রয়োজন


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন প্রয়োজন

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে আইসিজের আদেশ বিশ্বজুড়ে মানবাধিকারের জন্য মাইলফলক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন প্রয়োজন

গতকাল বুধবার ইকুয়েডরে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের ৪টি অন্তর্বর্তী আদেশ মিয়ানমারকে মানতে হবে। এই আদেশ গাম্বিয়া, ওআইসি এবং রোহিঙ্গাদের জন্য বিজয় এনে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত সুখবর।

এছাড়া আদালত ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেছেন। মিয়ানমারের দাবিও প্রত্যাখ্যান করেছেন। মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতা বন্ধ করতেও বলেছেন আদালত। এ রকম রায়ে আশা করি বিশ্বে জাতিগত নিপীড়ন ও গণহত্যার পুনরাবৃত্তি বন্ধ হয়ে যাবে।

ড. মোমেন বলেন, বর্তমান বিশ্বে কোনো দেশ একাই কোনো সমস্যার মোকাবেলা করতে পারে না। রোহিঙ্গাদের জন্য বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন প্রয়োজন। এতো বিশাল জনগণের ভরণপোষণ আমাদের একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।


   আরও সংবাদ