প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি'র মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটারটা এবার ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছে না। প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ, তিনিও যেনো প্রভাববিস্তার না করেন।
শনিবার সকালে রাজধানীর গোপিবাগে গণসংযোগকালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, কোন প্রার্থী কোন পরিবারের তার প্রভাব পড়বে না নির্বাচনে। দেশটা কারো পারিবারিক সম্পত্তি না। ধানের শীষের শক্তি জনগণ। জনগণই এবার ভোটকেন্দ্র উপস্থিত থাকবে। বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।