ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২২০ জন


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২২০ জন

স্টাফ রিপোর্টার : চলতি বছর শীতজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইলাখ একহাজার ১২০ জন

বর্তমানে দেশের ৬৪ জেলা হতে প্রাপ্ত  বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ তথ্য নিশ্চিত করেছেন, হেল্থ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

তিনি গতকাল বুধবার এক প্রেস বার্তায় জানান পহেলা জানুয়ারী থেকে বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একলাখ ৬৯ হাজার ৭৬১জন। এবং মৃত্যু হয়েছে ৫ জনের। এ আর আই,শ্রসতন্ত্রের সংক্রমনে আক্রান্ত হয়েছে ৭০হাজার , ৪৪৯ জন মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যান্য অসুস্থ্যতার মধ্যে জন্ডিস, আমাশয়,  চোখের প্রদাহ, চর্মরোগ, জ্বর ইত্যাদি।

হেল্থ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম হটলাইন: ০১৭৫৯-১১৪৪৮৮, যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৯৩ জন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৭৫জন। গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন ভর্তি রোগী একজন,অন্যান্য বিভাগে ২জন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য ’অধিদপ্তর, আইইডিসিআর।


   আরও সংবাদ