ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সাংবাদিককের উপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি'র


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাংবাদিককের উপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি'র

স্টাফ রিপোর্টার : ঢাকা সিটি নির্বাচনের তথ্য সংগ্রহের সময় রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী হামলায় আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের অপরাধ বিষয়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান। 

শনিবার (১ লা ফেব্রুয়ারি) দুপুরে বনানী বিদ্যাকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, এ ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য,  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য মুস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। 

আজ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের  সংবাদ সংগ্রহ করতে গিয়ে রায়ের বাজার সাদেক খান রোডে এ হামলার শিকার হন। তাকে কুপিয়ে জখম করা হয়েছে। ঢাকা উত্তর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যে খোকনের লোকজন হামলা চালিয়েছে।


   আরও সংবাদ