ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বন্যাদুর্গতদের কেউ যেন একবেলাও অনাহারি না থাকেন: খাদ্যমন্ত্রী


প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বন্যাদুর্গতদের কেউ যেন একবেলাও অনাহারি না থাকেন: খাদ্যমন্ত্রী

বন্যার্তদের খাবার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকার কোনও মানুষ যেন একবেলাও অভুক্ত না থাকেন, সেদিকে আপনারা (সরকারি কর্মকর্তারা) সজাগ দৃষ্টি রাখবেন।’

শনিবার (২০ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে এসে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। বন্যা মোকাবিলায় ত্রাণ সহায়তার কোনও অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে।’ ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকারিভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।’

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ