ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

করোনা ভাইরাসের রোগী সনাক্ত না হলেও ঝুঁকিতে আছে : উপাচার্য


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


করোনা ভাইরাসের রোগী সনাক্ত না হলেও ঝুঁকিতে আছে : উপাচার্য


স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নিয়ে বৈজ্ঞানিক সেমিনার এ   প্রধান অতিথির বক্তব্যে  ডাক্তারদের করোনা ভাইরাস মোকাবেলায়  আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে   উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বললেন। 

তিনি বলেন  করোনা ভাইরাস মোকাবেলায় আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের করোনা ভাইরাস রোগী সনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে। ভাইরাসটি যাতে বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জনচেতনা সৃষ্টির পাশাপাশি ভাইরাসটি 

মোকাবেলায়  দ্রুততার সাথে করনীয় পদক্ষেপ  নির্ধারণ করতে হবে।  উপাচার্ষ  জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আজ  সোমবার  ৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, বক্ষব্যাধি বিভাগ এবং এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি সভা অনুষ্ঠনের ঘোষণা দেন। 
 
গতকাল  ২  ইপনা অডিটরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাবকমিটির উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে বহুল প্রচলিত  সমস্যার সম্ভাব্য সমাধানের লক্ষ্যে পরিচালিত গবেষণার বিষয়ে সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত কেন্দ্রীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

“মলিকুলার এপিডেমিলোজি এন্ড ইমিউনোলজি অফ নবেল করোনা ভাইরাস হাইপস এন্ড হোপস-অণু মহামারী এবং উপন্যাস করোনার ভাইরাস-হাইপস এবং আশাগুলির ইমিউনোলজি” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানে কর্মরত বাঙ্গালী বিজ্ঞানী ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর। 

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফ্র আহমেদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রমুখ। 

 সেমিনারে বিজ্ঞানী  ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি হিসেবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং খাবারের আগে কমপক্ষে আধা মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
 
তাছাড়া রাস্তাঘাটে থুথু ফেলা বন্ধ করতে হবে। বর্তমানে বিশ্বে প্রায় ১৪ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিন শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। এই ভাইরাসটি মোকাবেলা করতে হলে ভাইরাসটির আচরণ থেকে শুরু করে সবকিছুই জানতে হবে। 

এই ভাইরাসটির ভ্যাকসিন তৈরি করতে আরো দেড় বছর সময় লাগবে। তিনি আরো জানান, ভাইরাসটি স্পর্শ থেকেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসটি মুরগির ফার্ম থেকেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে গঠনমূলকভাবে মোকাবেলায় করতে হবে।


   আরও সংবাদ