ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মোহাম্মদপুরে পোলিং এজেন্টেকে কুপিয়ে হত্যা


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মোহাম্মদপুরে পোলিং এজেন্টেকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ফল ঘোষণার পর মোহাম্মদপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সুমন শিকদার (২৪) নামের যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন। সিকদারের বাবা আনোয়ার আহমেদ একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সুমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে।

শনিবার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই মো. হারুন বলেন, ‌‘সুমন নিহত হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত চলছে।’

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুজ্জামান জানান, নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ