ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে আহত


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদার থানা গলিতে পূর্ব শত্রুতার শত্রুতার জেরধরে ফরিদ হোসেন (৪০) নামে ঠিকাদারের সহকারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

সোমবার বিকালে আশংকাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসা ধীন রয়েছে। 

আহতের ভাই রিপন জানান, তার ভাই ফরিদ মুগদা থানা সেচ্ছা সেবকলীগ কর্মী, ভগ্নিপতি ব্যাবসায়ী ও ঠিকাদার মকবুল হোসেন এর ব্যাবসা দেখা শুনা করতো। তাদের বাসা মুগদার  মানিক নগর। 

আহতের বরাদ দিয়ে তিনি জানান,৭১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি হাজী বিপ্লব এর কেডার বাহিনী নাজু, রাসেল সহ ৪/৫ জন, তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকাল পাঁচ টায় ঢামেক হাসপাতালে আনা হয়। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফরিদ হাসপাতালে ভর্তি রয়েছে। 

আহতের মাথায়, দু'হাতে পাজোরে সহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকা মুক্ত নয়। তার অতিরিক্ত রক্ত খনন হয়েছে। তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আহতের ভাই বলেন, মুগদার বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেন। আহতের ভগ্নিপতি। সে কাজ, রড, সিমেন্ট সাপ্লাইয়ের কাজ করতো ফরিদ। এসব নিয়েও ফরিদের সাথে অনেকের বিরোধ ছিল।


   আরও সংবাদ