ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

করোনার সংক্রমণ ঠেকাতে সংসদ ভবনে সর্তকতা, দর্শনার্থীদের প্রবেশে কড়াকাড়ি


প্রকাশ: ২৩ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


করোনার সংক্রমণ ঠেকাতে সংসদ ভবনে সর্তকতা, দর্শনার্থীদের প্রবেশে কড়াকাড়ি

স্টাফ রিপোর্টার : সংসদ ভবনের আসাদ গেইট, মনিপুরী পাড়া ও মানিক মিয়া এভিনিউ দিয়ে প্রবেশ মুখে সকলকে হ্যান্ড স্যানিটাইচার বা সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে হচ্ছে। কর্মকর্তা- কর্মচারী হউক বা সংসদ সদস্য হউক এর বাইরে কেউ নন। 

সংসদ ভবনের মূল ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে প্রবেশকারীকে ফার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে প্রবেশ করতে  হচ্ছে বলে সংসদ সচিবালয় সূত্রে  জানা গেছে। 

সূত্র জানায়, করোনা ভাইরাস থেকে সংসদ ভবনকে রক্ষায়   দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া কোন দর্শনার্থী পাস ইস্যু করা বন্ধ রয়েছে। 

লিফটে উঠার আগেও হ্যান্ড স্যানিচাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর  কার্যালয়ে প্রবেশের আগে হ্যান্ড স্যানিচাইজার স্প্রে করে ঢুকতে দেয়া হচ্ছে। 

করোনার কারনেই  সংসদের ২২-২৩ মার্চের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।


   আরও সংবাদ