ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২


প্রকাশ: ২ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টি করে  জনমনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর অভিযোগে গ্রেপ্তার গাজীপুর কোনাবাড়ী থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে আব্দুর রহমান মিলন এবং কাপাসিয়া থানার ঘাগটিয়া চালাবাজার থেকে আমিনুল ইসলাম বিল্লালকে গ্রেপ্তার করে।
 
এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী স্ক্রীনশটের ৯টি কপি এবং সরকার ও রাষ্টবিরোধী ফেসবুক পোষ্ট ৫ কপি উদ্ধার করা হয়। 

র‌্যাব- ১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের ব্যক্তিগত মোবাইল ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোষ্ট, শেয়ার ও বিভিন্ন কমেন্ট এর মাধ্যমে গুজব সৃষ্টি করে। যা জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশসহ সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে আসছিল।


   আরও সংবাদ