ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

আব্দুল মান্নানকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আব্দুল মান্নানকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কর্মে যোগদান না করা পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিশাখা-৭ এর ৯ এপ্রিল স্মারক নম্বর: ৪৩.০০.০০০০.১১৬.৯৯.০১১.১৯.৬ মোতাবেক এ অফিস আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ ১০ এপ্রিল শেষ হচ্ছে।


   আরও সংবাদ