ঢাকা, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩২, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বাসার ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বাসার ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলায় ৪ তালা ভবনের ছাদ থেকে পড়ে বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র সাব্বির হোসেন রাফি (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত চাচা জামাল সরদার জানান, গেন্ডারিয়া স্বামীবাগ করাতিটোলা ভাড়া বাসার চার তলায় সকালে রাফি দাঁত মাজতে মাজতে ব্যাম করতে ছাদে যায়। ছাদে রেলিং না থাকায় অসাবধানতাবশত সে উপর থেকে পড়ে যায়।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত রাফি গোলাপগঞ্জ সদর ঘোষগাতি
গ্রামের কামাল সরদারে ছেলে। বর্তমানে গেন্ডারিয়া স্বামী করাতিটোলার ২৪/৩ নাম্বার বাড়ির চারতলার নিচতলায় পরিবারে সাথে ভাড়া বাসায় থাকতেন। চার ভাই বোনের মধ্যে সে মেজো।


   আরও সংবাদ