ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাংবাদিক খোকনের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাংবাদিক খোকনের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক  হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
 
মঙ্গলবার রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের  মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হারালো। 

উপমন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যু মেনে নেয়ার মত নয়। দেশ একজন নিবেদিত ও পেশাদারি সাংবাদিক হারালো।

প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার  শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ