প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গাজীপুরের সালনায় একটি বাসায় গ্যাস লিকেজ, বৈদুতিক সটসার্কিট থেকে আগুন। ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়।
গত শুক্রবার দিবাগত রাতে ভোর পৌনে ৪ টায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হচ্ছেন, আকলিমা বিবি (৫০), তার বাবা নুর মোহাম্মদ শেখ (৮০) ও স্বামী ইয়াকুব আলী(৬০)।
পরে তাদের উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে আকলিমা বিবি মারা যান।
সেমবার (১৯ আগস্ট) দুপুর ২ টা ২০ মিনিটে আকলিমার স্বামী ইয়াকুব আলী শেখ মারা যায়। একই দিনে কিছুক্ষণ পর মৃত আকলিমার বাবা নুরমোহাম্মদ শেখ ও মারা যায়। পরিবারের একে একে ৩ জনই মারা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, আকলিমার শরীরের ৯৬ শতাংশ, ইয়াকুবের ৯৮ শতাংশ, ও নুর মোহাম্মদ এর ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃত আকলিমার চাচাতো ভাই শাহীন বলেন, গাজীপুরের সালনায় রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে তারা দগ্ধ হয়েছিলেন।