ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করে।

সোমবার (১৯ আগস্ট) রাত্রে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ইমরান (৩০), আবু কালাম খালাসী (৩৭), আরিফুর রহমান পলাশ (৩২), ও বাদল (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু, ৪টি ব্লেড, নগদ ১ হাজার ৭৫০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঈদ ফেরত যাত্রীদের লক্ষ করে সেখানে জড়ো হয়েছিল।

তিনি বলেন, ছিনতাই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশ এলাকায় পথচারীদের থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে। 

আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।


   আরও সংবাদ