ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে এক পুলিশ সদস্য আত্মহত্যা


প্রকাশ: ৪ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে এক পুলিশ সদস্য আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে তোফাজ্জল হোসেন (৪০) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি এসবির প্রোটেকশন শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার (ওসি) মশিউর রহমান জানান, নিহত পুলিশ সদস্য খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। সকালে পাঁচতলার ছাদে গিয়েছে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, গত ২৮ এপ্রিল ওই পুলিশ সদস্য করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় নেগেটিভ এসেছে। তারপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। ঘুমাতে পারতেন না। খাওয়া-দাওয়াও কমে গিয়েছিল। গতকাল রাতে পাঁচটি ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারেননি। সকালে ছাদের চাবি নিয়ে গিয়ে তিনি লাফিয়ে পড়েন বলে পরিবারের দাবি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে ৮শ’র বেশি।


   আরও সংবাদ