ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩


প্রকাশ: ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা টোল প্লাজা হতে ইয়াবাসহ এক জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৩।

রোববার সন্ধ্যায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে গ্রীন লাইন পরিবহনে করে যাত্রীবেসে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।

কল্পনা ফাতেমা (৫৫),  এ সময় তার কাছ থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা
 
প্রথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে এবং প্রত্যেক চালান বাবদ সে ৬ হাজার টাকা করে পায়। সরবরাহকৃত ইয়াবা তার অন্যান্য সহযোগীরা ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।


   আরও সংবাদ