প্রকাশ: ৭ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি।
বেশ কয়েকদিন ধরে বাসায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উগসর্গে ভুগছিলেন আসলাম রহমান। গত সোমবার তিনি করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ জানিয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসলাম রহমান এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আসলাম রহমানের মৃত্যুতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
এসময় ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।