প্রকাশ: ৯ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নাগরিকদেরকে ডেঙ্গু থেকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে আগামীকাল রোববার (১০মে) থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ তাঁদের নিজ-নিজ অধিক্ষেত্রে এ মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
শনিবার (৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এক বার্তায় এ তথ্য জানান।
পূর্বের ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি/ভবন/প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিনদিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে।