ঢাকা, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩২, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে সাড়ে ১৬ লক্ষ টাকার ফেন্সিডিলসহ ট্রাক জব্দ


প্রকাশ: ২১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে সাড়ে ১৬ লক্ষ টাকার ফেন্সিডিলসহ ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্টন এলাকা থেকে গার্মেন্টসের তুলা বোঝায় ট্রাক থেকে ১ হাজার ১০০ বোতল ফেন্সিডিলসহ সিরাজুল ইসলাম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক করে র‍্যাব-৩।

বুধবার (২১ আগস্ট) দুপুরে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার এডিশনাল এসপি ফাইজুল ইসলাম বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তুলার ট্রাকে করে রাজধানীতে মাদক প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্টন থানাধীন গুলিস্থান বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের পূর্ব পাশের্ব চেকপোষ্ট বসানো হয়।

ফাইজুল ইসলাম বলেন, ট্রাকটি কে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টাকারে। তাকে আটক করে ট্রাক তল্লাশি করলে এই মাদক পাওয়া যায়। 

এ সময় তার কাছ থেকে ফেনসিডিলসহ গার্মেন্টসের ৪২ বস্তা তুলা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অন্যান্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে কোডিনযুক্ত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। 

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


   আরও সংবাদ