ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক


প্রকাশ: ১৬ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, 'আজাদ রহমানের মৃত্যুতে আমরা এক অনন্য সংগীতপ্রতিভাকে হারালাম।' মন্ত্রী এসময় চলচ্চিত্রে সংগীত শিল্পী হিসেবে একবার এবং সংগীত পরিচালক হিসেবে দুইবার আজাদ রহমানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ও 'খেয়াল'সহ সংগীতের নানা ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 


   আরও সংবাদ