প্রকাশ: ১৯ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মুসলিম বিশ্বের বরেন্য ব্যক্তিত্ব, প্রখ্যাত হাদীস বিশারদ ও ফকীহ, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুফাসসেররীন ও শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী আজ ভারতের স্থানীয় সময় সকাল ৮ টায় মুম্বাইয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।)
বিশ্বখ্যাত এ শায়খুল হাদীসের মৃত্যুতে বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মরহুম পালন পুরী (রহ.) ছিলেন উপমহাদেশের কওমী মাদ্রাসা সমূহের প্রাণকেন্দ্র দারুলউলুম দেওবন্দের শায়খুল হাদীস। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে ইলমে দ্বীনের সেবা করে গেছেন।
সমকালীন বিশ্বে তাকে হানাফী ফিকহের শীর্ষ স্থানীয় মুজতাহিদ ও বিদগ্ধ আলিম হিসেবে বিবেচনা করা হত। তার ওফাতে গোটা জগৎ একজন মহান ফকীহের বরকত ও সেবা থেকে বঞ্চিত হল।
প্রতিমন্ত্রী তার শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।