ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপি'র শোক


প্রকাশ: ৩১ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপি'র শোক

স্টাফ রিপোর্টার : বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি'র অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় আইজিপি বলেন, কামাল ছিলেন একজন গুণী ও খ্যাতিমান নির্মাতা। টেলিভিশন অনুষ্ঠানকে জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন। 

বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে কর্মকালীন সময়ে তিনি অনেক সাড়া জাগানো অনুষ্ঠান নির্মাণ করেছেন, যা আজও মানুষের হৃদয়ে ভাস্মর হয়ে আছে। তাঁর মৃত্যুতে আমাদের সম্প্রচার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


   আরও সংবাদ