প্রকাশ: ২ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাছান আলী রাড়ী (৮০) মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
আজ মঙ্গলবার নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
উপমন্ত্রী শোকবার্তায় বলেন, জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর বিয়োগে শরীয়তপুর আওয়ামী লীগ এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।
উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রয়াত হাছান আলী রাড়ী স্ত্রী ও আট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।