প্রকাশ: ৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সুন্দরবনের বাটুলিয়া নদীতে একটি মুদি ব্যবসায়ীর মালামাল বোঝাইকৃত নৌকা নোবেকী বাজার থেকে গোলখালী বাজারের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করলে মাঝ পথে বাটুলিয়া নদীতে অতিরিক্ত ওজনের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এসময় নৌকায় ৪ জন ছিলেন।
আজ শনিবার (৬ জুন) সকালে এক বার্তায় কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানান হয়।
পরবর্তিতে কোস্টগার্ড স্টেশান কয়রা এ সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন বোট কুরুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত কুরুরা হলেন- অবছার শেখ (৫০),মাহবুবুর রহমান (২৫), আব্দুল কুদ্দুস (২৫) ও রবিউল মোড়ল (২৮)।
পর তাদের সুস্থ অবস্থায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি জন সেবামূলক সকল কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান হয়।