ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাংসদ আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রী'র শোক


প্রকাশ: ৮ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাংসদ আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রী'র শোক

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ হুইপ বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের  মেয়র  সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহান আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্ত্রী জানান, "শাহান আরা বেগমের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 

আমি ব্যক্তিগতভাবে এবং রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানাচ্ছি।


   আরও সংবাদ