ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ১১ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, শামসুদ্দিন খান (৭৫)  আজ (১০ জুন) আনুমানিক বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ছয় পুত্র, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


   আরও সংবাদ