ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

বর্ষীয়ান রাজনীতিবিদ নাসিমের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক


প্রকাশ: ১৩ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বর্ষীয়ান রাজনীতিবিদ নাসিমের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

আজ শনিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের  মহান মুক্তিযুদ্ধ  এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনের সাথে  ওতপ্রোতভাবে মিশে আছে মোহাম্মদ নাসিমের নাম। 

তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিম অসামান্য অবদান রেখেছেন। 

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ