ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

সামীম আফজালের মৃত্যুতে ধর্ম সচিবের শোক প্রকাশ


প্রকাশ: ২৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সামীম আফজালের মৃত্যুতে ধর্ম সচিবের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত জেলা জজ সামীম মোহাম্মদ আফজাল গতকাল বৃহস্প‌তিবার (২৫ জুন) রাত ১০টা ১০ মি. রাজধানীর একটি বেসরকারি হাসপাতা‌লে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তি‌নি দীর্ঘ‌দিন দূরা‌রোগ‌্য ব‌্যাধি ক‌্যানসা‌রে ভুগ‌ছি‌লেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম সচিব নুরুল ইসলাম।

ধর্ম সচিব আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিসিএস জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আআওতাধীন ইসলামিক  ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।     

মৃত‌্যুকা‌লে শামীম মোহাম্মদ আফজালের বয়স হ‌য়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি স্ত্রী ও এক মে‌য়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রে‌খে গেছেন। 


   আরও সংবাদ