ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক


প্রকাশ: ৬ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সোমবার এক শোক বার্তায় গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

শোক বার্তায় মন্ত্রী আরও জানান, "এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমণ্ডলে বিরাট ক্ষতি। 

দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর  অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।"


   আরও সংবাদ