প্রকাশ: ৬ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
আজ সোমবার এক শোক বার্তায় গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় প্রতিমন্ত্রী আরও বলেন "এন্ড্রু কিশোর ছিলেন এদেশের বাংলা গানের কালজয়ী শিল্পী। এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি করবে।
'ডাক দিয়েছেন দয়াল আমারে', 'হায়রে মানুষ রঙিন ফানুস', 'আমার সারা দেহ খেয়ো গো মাটি', 'জীবনের গল্প আছে বাকী অল্প' এরকম অসংখ্য জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গানের মাধ্যমে প্রতিটি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সৃষ্টিকর্মের জন্য আজীবন তিনি বাংলার গণমানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।