ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সামুদ্রিক মাছ ও চিংড়ির রেনুসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ডে


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সামুদ্রিক মাছ ও চিংড়ির রেনুসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ডে

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ চেকপোষ্টে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ সহ নুরুল আমিন (২৫) এবং ফয়সাল (১৯) নামের দুইজন ইয়াবা পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশান। এসময় পাচার কার্যে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। 

শুক্রবার (১০ জুলাই) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের হেড অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়।

এই বার্তায় জানান হয়, আটককৃত ইয়াবা পাচারকারী দুইজনই কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। 

এসময় জব্দকৃত সামুদ্রিক মাছ মংস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ করে দেয়া হয়েছে।

এছাড়া একই দিনে বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক সদর ঘাট থানাধীন মাঝির ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ ড্রামে ভরা ৪২ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। 

এ সময় চিংড়ি রেণু পোনা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ চালক এবং তার ২ জন সহকারীকে আটক করা হয়। 

এসময় জব্দকৃত চিংড়ির রেণু পোনা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে ট্রাক, চালক এবং চালকের সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


   আরও সংবাদ