ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বাউলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী


প্রকাশ: ১৬ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বাউলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন বাউলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের শক্তিশালী মাধ্যম। বাউলা ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

নবনির্মিত ভবন পরিষদের চেয়ারম্যান, সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সকালের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করবে। তাতে কাজের গতি এবং মান দুটোই বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


   আরও সংবাদ