প্রকাশ: ২২ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর হরিনা ঘাটের নিকটবর্তী এলাকায় এমভি বাইতুল ইজ্জা-৩ নামক কার্গো ভেসেলটি ৮৬০ টন ফ্লাইএশ নিয়ে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচন্ড স্রোতের কারণে নোঙ্গরে থাকাকলীন অবস্থায় অন্য দুটি জাহাজরে সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবতে থাকে।
বুধবার (২২ জুলাই) সকালে কোস্টর্গাডের হেডকোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
এ সময় কোস্টর্গাড স্টেশান চাঁদপুর ও হাইমচররে উদ্ধারকারীদল দ্রুত ঘটনাস্থলে পৌছে জাহাজের ১৪ জন ক্রু এর সকলকে জীবতি উদ্ধার করে।
উল্লখ্যে, র্কাগোটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলো এবং যাত্রা বিরতিতে হরিনা ঘাট এলাকায় নোঙরে ছিলো।
দ্রুত পানি ঢুকতে থাকা কার্গোটি ডুবে যায়। শেষ খবর পাওয়া র্পযন্ত জাহাজটির উদ্ধারকাজ বিআইডব্লিউটিএ তত্বাবধানে শুরু হয়েছে।