ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মাতারবাড়ি বহিনোঙ্গরে ২ বাণিজ্যিক জাহাজে সংঘর্ষ


প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মাতারবাড়ি বহিনোঙ্গরে ২ বাণিজ্যিক জাহাজে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার : তীব্র স্রোতের কারণে মাতারবাড়ি নোঙ্গরে থাকা বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস্ গ্র্যাবিয়েল এবং বাণিজ্যিক জাহাজ এমভি ডেনসা প্যানথারের মধ্যে সংঘর্ষ ঘটেছে বলে জানা যায়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের হেড অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানান। জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌছায় এবং জাহাজ দুটিকে সার্বিক সহযোগিতা প্রদান করেছে কোস্ট গার্ড। 

দূরঘটনা কবলিত দুটি জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে উক্ত দূঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনার দিন প্রচন্ড স্রোতের কারণে মাতারবাড়ি বহিনোঙ্গরে নোঙ্গর করে থাকা মালটা পতাকাবাহী এ্যামেনিয়াম ফসফেট বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস্ গ্র্যাবিয়েল আনুমানিক ভোর সাড়ে ৪ টায় ড্র্যগিং করতে শুরু করে। 

এর এক পর্যায়ে জাহাজের দুটি নোঙ্গরই ছিড়ে যায় এবং নোঙ্গরে থাকা অপর মালটার পতাকাবাহী গম বহনকারী বাণিজ্যিক জাহাজ ডেনসার প্যানথারের সাথে সংঘর্ষ ঘটে। 

এই অনাকাংক্ষিত সংঘর্ষের ফলে ডেনসা প্যানথার জাহাজের শীপস সাইডের একটি প্লেট ভেঙ্গে যায়। এছাড়াও উভয় জাহাজের অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

সংঘর্ষের পরপরই বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত জাহাজ দুটির অধিনায়ক এবং ক্রুদের সার্বিক খোজ খবর নেয়া হয়েছে।


   আরও সংবাদ