প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২০ ২১:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের একমাত্র মহিলা গঠিত পুলিশ ইউনিট (এফপিইউ) এর ১৮০ সদস্য মনসকো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডাঃ কঙ্গোতে জাতিসংঘের সংস্থা স্থিতিশীল মিশন (মনসকো) যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫ টায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে BANFPU-1 (আবর্তন -১)), মনসকো, ডিআরসি'র সদস্যগণ BANFPU-1 (আবর্তন -১৩)), মনসকো, ডিআরসি'র স্থলাভিষিক্ত হবেন। এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস্ অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ পনের জন কমান্ডিং স্টাফ রয়েছেন।
বিদায়ী BANFPU-1 (আবর্তন -১৩)), মনসকো, ডিআরসি'র কমান্ডার হিসেবে রয়েছেন সালমা সৈয়দ পলি। বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এই এফপিইউ ইউনিট দীর্ঘ ষোল মাস অত্যন্ত দক্ষতার ও সুনামের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে।
বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।
২০০৫ সালে মনসকো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গঠিত ইউনিট (এফপিইউ) প্রেরণ করা হয়। ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ স্বতন্ত্র পুলিশ অফিসার হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মহিলা গঠিত পুলিশ ইউনিট (এফপিইউ) প্রেরণ করছে।
মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।
বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও নিশঙ্কচিত্তে দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।