ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

এবার করোনায় জীবন দিলো এসবি'র অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর


প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৩ অপরাহ্ন


এবার করোনায় জীবন দিলো এসবি'র অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর

স্টাফ রিপোর্টার : চলমান করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পু‌লি‌শের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) আজিজুর রহমান চৌধুরী।

করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

আজ শনিবার (১২ সেপ্টম্বর) দুপুর সোয়া ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজিজ সিক্রেট ডকুমেন্টস অব ইন‌টে‌লি‌জেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন' বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন।

তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। 

তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।

আজিজ ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


   আরও সংবাদ