ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মিন্নির জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


মিন্নির জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে ফের আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 

সোমবার (২ সেপ্টম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার কাজল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিন্নির জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়টি হাতে না পাওয়ায় আমরা ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে একটি মিস পিটিশন (বিবিধি আবেদন) দায়ের করেছিলাম। কিন্তু চেম্বার আদালত আজ নো অর্ডার দিয়েছেন।

 তবে মিন্নির জামিন দেয়া হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ায় আমরা এখন লিভ টু আপিলের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বরাবর একটি নোট জমা দিয়েছি।


   আরও সংবাদ