প্রকাশ: ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুর রহমান জয়। এ ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও আহত হন।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ফার্মগেট থেকে মিরপুরগামী বেস্ট ট্রান্সপোর্ট কোম্পানি লি. এর গাড়ি ঢাকা মেট্রো ব-১৫-৩৭৬৭ এর কন্ডাক্টরের সঙ্গে শফিকুর এবং  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কন্ডাক্টর ও হেল্পারকে নিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে যেতে চায় তারা।
 
এতে ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে তালতলায় গাড়ি থামিয়ে কয়েকজন দুর্বৃত্ত সহকারে বাসের হেলপার ও কন্ডাক্টর তাদের মারধর করে। প্রথমে গাড়ির হেলপার শফিকুরকে লাথি মেরে বাস থেকে নিচে নামায়। পরে দুর্বৃত্তরা ইট ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।
ওই ঘটনার পর আহত শিক্ষার্থী জয় ৯৯৯-এ ফোন দিলে মিরপুর মডেল থানার ওসি ফোন ধরেন এবং তাকে থানায় যেতে বলেন। আহত শিক্ষার্থী থানায় গেলে রক্তক্ষরণ না হওয়ায় প্রথমে মামলা না করার উপদেশ দেন। পরে তিনি সংশ্লিষ্ট থানার এক এসআইয়ের কাছে লিখিত অভিযোগ করেন।
মিরপুর মডেল থানার ওসি বলেন, আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।
জবি শিক্ষার্থী শফিকুর রহমান জয় জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।