প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর -৩ আসনটি শূন্য হয়।
এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।
গতকাল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে।
বৈঠক শেষে আজ রিজভী জানান, রিটা রহমানের মনের কথা। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে না দিয়ে সরিতা রহমান কি বিএনপি'র পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল।