ঢাকা, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩২, ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনা প্রথম দেশে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৫ অপরাহ্ন


শেখ হাসিনা প্রথম দেশে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। এর আগে বিএনপি সরকার যুদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রী করে সংসদে পাঠিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অর্জনকে অসম্মান করেছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে।

আজ আবারো একাত্তরের সেই পরাজিত শক্তি মাথা চারা দিয়ে উঠতে চাইছে।এরা আবারো ক্ষমতায় যাবার পায়তারা করছে,মুক্তিযুদ্ধের আদর্শকে নষ্ট করে দিতে চাচ্ছে। এই শক্তি এ দেশে আর কখনই ঠাই পাবেনা। কারণ গোটা দেশই এখন শেখ হাসিনার সাথে আছে। কারণ,শেখ হাসিনা এখন বাংলাদেশকে উন্নয়নের সঠিক পথে তুলে এনেছেন। এই বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না।"

মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্হিবিভাগ উদ্ধোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

মানিকগঞ্জবাসীকে প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়েছেন। ব্রীজ, মেডিকেল,শিল্প কারখানা দিয়েছেন, রাস্তাঘাট মেরামত করে দিয়েছেন, দেবেন্দ্র কলেজের অবকাঠামো উন্নয়ন করেছেন। তিনি এলাকায় নির্বাচিত প্রতিনিধি চেয়েছিলেন, আপনারা দিয়েছেন। তিনিও দুহাত উজার করে মানিকগঞ্জবাসীকে দিয়ে যাচ্ছেন বলেও সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান।

আজ কর্ণেল মালেক হাসপাতালের বহির্বিভাগ এর উদবোধনকালে করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, করোনায় মৃত্যুর হার সামান্য কিছুটা বাড়ছে। তাই সবাইকে মাস্ক পরতে হবে। 

করোনা নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতিও এখনও নিয়ন্ত্রণে আছে। এই করোনাকালেও দেশের অর্থনীতি এখন ৫ ভাগ বৃদ্ধি হয়েছে। ভারত,পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ৭ ভাগেরও নিচে নেমে মাইনাসে আছে।যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১৭ ভাগ মাইনাসে গেছে। অথচ বাংলাদেশ এই সময়ে ফরেইন রেমিট্যান্স থেকে রেকর্ড অর্থ পেয়েছে। এতকিছুর পরও একটি মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য  নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের প্রতিরোধের আহ্বান জানান। 

এ সময় স্বাস্হ্য সেবা সচিব আবদুল মান্নান বলেন, "বঙ্গবন্ধুকে যারা মেনে নিতে পারেনা,বঙ্গবন্ধুকে নিয়ে যারা সন্দেহ করে তারা বাঙালি হতে পারে না।"উদবোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী "কর্ণেল মালেক মেডিকেল কলেজ"টি ঘুরে ঘুরে পরিদর্শন করেন ও হাসপাতালটির চিকিৎসক নার্সদের সাথে আলাদা করে একটি বৈঠক করেন।

কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আকতারাজ্জুমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশির আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহা পরিচালক, প্রফেসর এনায়েত, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভপতি মুবিন খান সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।


   আরও সংবাদ