প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন ৬ জন উপ-বিভাগীয় প্রকৌশলী। তারা প্রত্যেকেই বিসিএস গণপূর্তের কর্মকর্তা।
সোমবার (৯ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া বেগম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলীরা হলেন গাইবান্ধা গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মাজিদার রহমান, ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৫ এর হাসিনুর রহমান, কক্সবাজার গণপূর্ত উপ-বিভাগ-২ এর অভিজিৎ চৌধুরী, রমনা উপ-বিভাগ-১ এর অামান উল্লাহ সরকার, দিনাজপুর গণপূর্ত উপ-বিভাগ-১ এর আব্দুল্লাহ আল মামুন, রাজারবাগ গণপূর্ত উপ-বিভাগ-২ এর হারুন অর রশিদ।