ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুর পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের হাড্ডা-হাড্ডি লড়াই হবে


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২১ ১৮:৪৩ অপরাহ্ন


মণিরামপুর পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের হাড্ডা-হাড্ডি লড়াই হবে

মণিরামপুর যশোর থেকে আব্বাস উদ্দীন : আগামীকাল শনিবার (৩০ জানুয়ারী) মণিরামপুর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে ৩ জন, নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান (নৌকা), বিএনপি মনোনীত অ্যাড. শহীদ ইকবাল হোসেন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলহাজ্জ্ব আবু তালেব (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করছেন। 

মেয়র পদে তিন প্রার্থীই শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করেছেন। তবে মূল প্রতিদ্বদ্বিতা হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যে এমন তথ্য পৌর এলাকার ভোটার সাধারণের কাছ থেকে পাওয়া গেছে। 

প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, ভোটাররা যদি নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তবে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হতে পারে।

এদিকে সুষ্ঠু ভাবে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান নিশ্চিত করে বলেন, মণিরামপুর পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডের ২১ হাজার ৯৬৫ জন ভোটার ১২টি ভোট কেন্দ্রের ৬৯টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে এবং নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ৬৯ জন সহকারী প্রিজাইডিং এবং ১৩৮ জন পোলিং অফিসার নিযুক্ত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ৯জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি’র সদস্য, পুলিশের ২টা স্ট্রাইকিং ফোর্স ও ৪টি মোবাইল ফোর্স পৌর এলাকায় সর্বদা টহলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখা হয়েছে বলে তিনি জানান।


   আরও সংবাদ