প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট 'লী' তার উচ্চতা চার ফুট। সে রোবট সোফিয়ার মতন আচরন করতে সক্ষম। তাকে বানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) ৫ শিক্ষার্থী।
দেশে তৈরি এই প্রথম মানবীয় রোবট লী। বিদেশ থেকে আনা সোফিয়ার মতই কথা বলতে সক্ষম রোবটটি। শুধু বাংলা বলতে পারে। বাংলা ভাষা থেকে হারিয়ে যাওয়া ঌ (লি) অক্ষর থেকেই এর নামকরণ করেছে তারা। আগামী সোমবার (১৪ অক্টোবর) এর প্রথম প্রদর্শনীর আয়োজন করা হবে জানা গেছে।
লী শুধু কথা বলতে বা হাঁটতে পারে তা নয়, নাচতেও পারে। সরকারের আইসিটি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পাঁচ শিক্ষার্থীরা ‘ফ্রাইডে ক্লাব’ এই হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, সময় লেগেছে তিন বছর।
গত এপ্রিলের ২০ তারিখ শাবিপ্রবির টেক ফেস্টিভ্যালে তারা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে রোবট লী’র ডেমো উপস্থাপন করেন। ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তারা শাবিপ্রবি ক্যাম্পাসে লী নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটকে সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়।
ফ্রাইডে ক্লাবের নেতৃত্ব দিয়েছেন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার নওশাদ সজীব।
দেশের প্রথম ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উপলক্ষে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কথা বলেন রোবট লী-কে নিয়ে।
তিনি বলেন, রোবোটিকস এ আগ্রহী ৫ তরুণ যখন তাদের পরিকল্পনার কথা জানালেন, আমরা আগ্রহী হলাম। প্রকল্পের জন্য তারা ১০ লাখ টাকা চেয়েছিলেন। সরকার সে অনুযায়ী বরাদ্দও দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সে হিসেবেই প্রস্তুতি নিতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কোডিং অর্থাৎ সমন্বিতভাবে কাজ করতে হবে।