ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত কমিশনারের শ্রদ্ধা


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত কমিশনারের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) নবনিযুক্ত কমিশনার শফিকুল ইসলাম তাঁর প্রথম কর্মদিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত কমিশনের।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শন শেষে জাদুঘরে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন কমিশনার।

পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান।

উল্লেখ্য, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনস্ পাক হানাদারদের বিরুদ্ধে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ