ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য কে গ্রেফতার করেছে র‍্যাব


প্রকাশ: ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য কে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৩ এর সহকারি পরিচালক সাখাওয়াত হোসেন।

পারভেজ (৩০), নাঈম (২৩), আফছার হোসেন (২৮), রিপন সিকদার এবং (২২), সুমন (২৩)। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাপাতি, ২ চাকু এবং ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করেন তাদের কে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


   আরও সংবাদ