ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০


প্রকাশ: ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে র‌্যাব-১০।

রোববার (২১ এপ্রিল) দুপুরে বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্প কমান্ডার মেজর আনিসুজ্জামান।

আটককৃতরা হলেন-রতন শেখ অরফে ভাইরাস রতন (২৯),  সানি (২৮), নাদিম হোসেন (৩০)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রেয়র নগদ ৪ হাজার ৫০০ টাকা ও ৯টি মোবাইল।

মেজর আনিসুজ্জামান জানান, রতন শেখের নামে রাজধানীর বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এবং তারা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে বলে প্রথিমক জিঞ্জাসাবাদে জানা গেছে।


   আরও সংবাদ